একটি টিভি পর্দা খুব অন্ধকার কিভাবে ঠিক করবেন?

আজকের আলোচনার বিষয় হচ্ছে  টিভি স্ক্রিনে  পর্দা সমস্যা  কিভাবে নিজে নিজেই সমাধান করতে পারবেন।  যদি আপনি ঘরে বসেই নিজেই আপনার নিজের টিভি কাল স্ক্রিন সমস্যাটি সমাধান করে নিতে চান তাহলে নিচের আর্টিকেলটি আপনাকে পড়তে হবে।  কেননা এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কালো পর্দা সমাধান করার টিপস।  তাই আর দেরি না করে পড়তে শুরু করুন।

 টিভির স্ক্রীনের কালো পর্দার সমস্যাটা কি?

 স্ক্রীনের কালো পর্দার সমস্যা হচ্ছে ডিসপ্লে তে কোন ধরনের ছবি দেখা যায় না।  শুধুমাত্র আবরণ দিয়ে ঢাকা থাকে অথচ সাউন্ড শোনা যায় । এটি হচ্ছে টিভির স্ক্রীনের কালো পর্দার সমস্যা।

আরো দেখুন আইফোন ক্যামেরা কালো পর্দা সমস্যা সমাধান করবেন কিভাবে?

কিভাবে টিভি স্ক্রীন  কালো পর্দার ঠিক করবেন?

টিভিতে ইলেকট্রনিক্স ডিভাইস।  প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইস বিভিন্ন ধরনের সমস্যায় হতে পারে।  এই সমস্যার কোন লিমিট নেই।  এটি যে কোন সময় হতে পারে।  আপনার ডিভাইসটি পুরাতন কিংবা নতুন যেটাই হোক না কেন এই সমস্যাগুলি আপনার টিভি স্ক্রিনে দেখা দিতে পারে।  তবে বেশিরভাগ পুরাতন ইলেকট্রনিক্স ডিভাইসে এই সমস্যাগুলি দেখা যায়।  চলুন তাহলে নিয়ে আলোচনা করে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায় গুলি।

১ম ধাপ:  আপনার টেলিভিশন সেটের কোন সেটিংয়ে সমস্যা আছে কি না যার কারণে উজ্জ্বলতা ম্লান হয়ে যায় তা পরীক্ষা করতে হবে।  এটি ঠিক করতে প্রথমত আপনার রিমোট কন্ট্রোলের মেনু বোতাম  গুলি ব্যবহার করতে হবে। Menu Button>> Brightness Setting>> Continue>> Auto Brightness অটো উচ্ছ্বলতা বোতামে ক্লিক করার পর পরই আপনাকে আর কোথাও ক্লিক করতে হবে না।  কেননা এটি অটোমেটিকেলি আপনার টিভি স্ক্রীন এর ব্রাইটনেস  সমতা রাখবেন।

২য় ধাপ: টিভির প্রোগ্রাম সোর্সের  সমস্যা আছে কিনা তা পরীক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন।  এটি করার জন্য প্রথমে আপনাকে প্রোগ্রাম চ্যানেলে স্যুইচ করতে  হবে বা দেখার জন্য অন্যান্য ভিডিও ডিস্ক পরিবর্তন করেও দেখে নিতে পারেন সমস্যা রয়েছে কিনা।

৩য় ধাপ: টিভির সিগন্যাল সোর্স ইনপুটে কোনো সমস্যা আছে কিনা তা যাচাই করতে হবে। আপনার টিভির স্ক্রীনের ডিশ এন্টেনার সংযোগের সাথে কোন সমস্যা  রয়েছে কিনা তা পরীক্ষা করুন। এবং  নরমাল কালেকশন আছে কিনা সঠিকভাবে  পর্যবেক্ষণ করুন। যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সমাধান করুন। প্লেব্যাক ডিভাইস বা সেট- আফ বক্সের উজ্জ্বলতা সেটিং ভুল কিনা তা সেট করুন। যদি এ ধরনের লুজ কানেকশন সমস্যা হয়ে থাকে তাহলে আশাকরি এতক্ষণ এর সমাধান করতে পেরেছেন।

৪র্থ ধাপ:

আপনার টেলিভিশন  সেট যদি দীর্ঘদিন ব্যবহার করা হয়ে থাকে  কিংবা অনেক পুরাতন ভার্সন এর হয়ে থাকে তাহলে প্রাকৃতিক কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ব্যাকলাইট  এলইডি,  এলসিডি ইত্যাদি পার্থক্যের কারণে ও কালার সমস্যা হতে পারে।  যদি হয়ে থাকে তাহলে আপনার এলসিডি প্রতিস্থাপন করা ব্যাকলাইট পাওয়ার সাপ্লাইকে প্রতিস্থাপন  করে সমাধান করতে পারবেন। 

৫ম ধাপ: উপরোক্ত সমস্যাগুলো যদি আপনার টেলিভিশন সেটের না হয়ে থাকে তাহলে টিভির হার্ডওয়্যার ব্যর্থতা হিসাবে বিচার করা যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য সার্কিটের ব্যর্থতা, অন্যান্য ক্যাপাসিটরের ব্যর্থতা, মেইনবোর্ড এবং এর উপাদানগুলির ব্যর্থতা ইত্যাদি  আপনাকে পরিবর্তন করে নিতে হবে।   তাহলে আপনার  টিভি  বা টেলিভিশন যাই বলুন না কেন তা আবার আগের মত হয়ে যাবে।

উপরের ধাপগুলো অনুসরণ এর মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।  এছাড়া আপনি যদি স্ক্রিনের উজ্জ্বলতার সামঞ্জস্যতা রাখতে চান তাহলে আপনাকে অটো ব্রাইটনেস অপশনটি চালু করে রাখতে হবে।

টিভি স্ক্রীনের উজ্জ্বলতা কীভাবে সামঞ্জস্য করবেন

 আপনার টেলিভিশন সেটের যদি উজ্জলতা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি পদক্ষেপ গ্রহন করে তার সমাধান করতে পারেন এই সম্পর্কিত আর্টিকেল নিচে দেওয়া হল।

১ম ধাপ:Menu” তে প্রবেশ করুন ।  “TV Screen”  নির্বাচন করার করুন। 

২য় ধাপ: ছবি সামঞ্জস্য করুন ।চিত্র খুঁজুন, বৈসাদৃশ্য, উজ্জ্বলতা, রঙের তাপমাত্রা, সামঞ্জস্য করুন আপনার কাছে ভালো লাগে।

৩য় ধাপ:  অথবা আপনি অটো ব্রাইটনেস অপশনটি চালু করে দিতে পারেন।  তাহলে আপনার ব্রাইটনেস টি অটোমেটিকলি এডজাস্ট হয়ে যাবে   আপনার ঘরের লাইটিং এর সাথে।

৪র্থ ধাপ:  অটো ব্রাইটনেস অপশনে ক্লিক করার পর ব্রাইটনেস গুলি অটোমেটিকেলি এডজাস্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না।

কিভাবে খুব সহজে আপনার টিভির ব্লাক স্ক্রীন অথবা কালার কোডের যে ধরনের সমস্যা হয়ে থাকে এগুলো সমাধান করে নিতে পারেন। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো অটো ব্রাইটনেস অপশনটি ব্যবহার করার জন্য। কেননা এটি আপনার ঘরের লাইটিং এর সাথে এডজাস্টমেন্ট করে নিতে পারে।

 আপনার কাছে আর্টিকেলটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। প্রতিনিয়ত এ ধরনের টিভি রিলেটেড সাধারণ সমস্যার সমাধান গুলি পেতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন।

Leave a Comment