মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করুন

আজ আমরা শিখব কিভাবে একটি মোবাইল নাম্বার দিয়ে যেকোনো মোবাইল লোকেশন ট্র্যাক করা যায়। খুব সহজেই আপনি মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করার পদ্ধতি জানতে চাইলে সম্পূর্ণ আর্টিকেলটি আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এর মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন  লোকেশন দেখতে পারবেন।

সেলফ ডিফেন্স সিকিউরিটি সফটওয়্যার, ওয়েচ্যাট এ ধরনের সফটওয়্যার গুলি মোবাইলের লোকেশন খুঁজে বের করতে সাহায্য করে। সহজে লোকেশন ট্র্যাক করতে পারলে আপনি আপনার ফোন হারানো থেকে রক্ষা করতে পারেন।

বর্তমান সময়ে স্মার্টফোন একটি খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস।  এটি ব্যবহারের মাধ্যমে  আপনি আপনার সকল ধরনের কার্য সম্পাদন করতে পারেন।  এছাড়াও একটি ব্যবহারের মাধ্যমে আপনার একাকীত্ব দূর হয়ে যায়। যেকোনো সময়  চাইলেই আপনি অডিও বা ভিডিও দেখতে পারেন।  কিংবা ভিডিও গেমস খেলতে পারেন।  এছাড়াও এটি দিয়ে অসাধারণ ফটোগ্রাফি করা যায়।

 তাই দিন দিন এটির ব্যবহার বেড়েই চলছে। এবং মানুষের কাছে একটির জনপ্রিয়তা আরো বেশি বাড়ছে।  তাই এটি নিজের কাছে অনেক বেশি প্রয়োজনীয় একটি ডিভাইস।  এটি হারিয়ে গেলে অবশ্যই আপনি বিচলিত হয়ে যাবেন। এর থেকে সমাধান আরো একটি উপায় রয়েছে।

এখন বর্তমানে আধুনিক টেকনোলজি ব্যবহার করে আপনার মোবাইল ফোনের লোকেশন আপনি জানতে পারবেন।  অর্থাৎ কোন কারনে আপনার স্মার্টফোনটি যদি হারিয়ে যায় তাহলে সেটি লোকেশন আপনি বলতে পারবেন।  বলতে পারবেন বর্তমান সময়ে মোবাইল ফোনটি কোথায় রয়েছে।  এর সঠিক লোকেশন কোনটি। এভাবে লোকেশন বলতে পারলে হয়তোবা আপনার মোবাইল ফোনটি চুরির হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন।

কিভাবে মোবাইল নম্বর দ্বারা কাউকে সনাক্ত করতে হয়

আরো পড়ুন- ফোন হারানো ক্ষতি থেকে রক্ষার উপায় সমূহ জেনে নিন

আশা করি এই অ্যাপ্লিকেশনটি সবাই ভাল কাজে লাগাবেন।  কখনো কারো ক্ষতি করার কাজে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন না।  কারণ প্রযুক্তির রয়েছে দুটি দিক। একটি ভালো একটি খারাপ দিক।  আমরা চাইব আপনি যেন সব সময় একটি ভালো কাজে ব্যবহার করেন।

এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে একটি এপ্লিকেশন সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এক্ষেত্রে আপনি  অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন।  তবে আপনাকে সেই থেকে একটি সফটওয়্যার   বেছে নিতে হবে।

সে ক্ষেত্রে আমি বলব আপনাকে ট্রুকলার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য। কিভাবে ট্রুকলার অ্যাপ্লিকেশন দিয়ে লোকেশন ট্র্যাক করা যায়?  নিচের স্টেপগুলো ফলো করুন –

১. প্রথমে প্লে স্টোরে যান এবং “Truecaller”  অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল  করুন।

২.   অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাকে একটি Truecaller অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন না।   তাই তাই ফ্রিতে অ্যাকাউন্টে সাইন আপ করে নিন।

৩. অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন৷

৪.  লগ ইন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশন গুলা আপনাকে এনাবল করে দিতে হবে৷  সর্বপ্রথম এখানে লোকেশন অপশনটি এনাবল চাই৷  কেননা লোকেশন টি এনাবেল ছাড়া আপনার লোকেশন টি তারা কোনোভাবেই ট্রাক করতে পারবেন না৷  তাইলোকেশন টি এনাবেল ছাড়া আপনার লোকেশন টি তারা কোনোভাবেই ট্রাক করতে পারবেন না৷ তাই শুরুতেই লোকেশন এর পারমিশন দিয়ে দিন ৷

Truecaller অ্যাপ্লিকেশন এর ব্যবহার

৫. এরপর অ্যাপ্লিকেশনটির উপর একটি সার্চ বার রয়েছে সেখানে গিয়ে সার্চ করুন সেই নাম্বার যে নাম্বারটির লোকেশন আপনি জানতে চান৷ 

৬. সার্চ করার পর আপনি দেখতে পারবেন ওই নাম্বার ব্যবহার করা ব্যক্তিটির কোন দেশে বা কোন লোকেশনে বর্তমানে অবস্থান করছেন৷

৭. এছাড়া এটি দিয়ে গুগল ম্যাপে ও চলে যেতে পারেন৷  কারণ এই অ্যাপ্লিকেশনটি গুগল ম্যাপে দেখা দিবে নাম্বার ব্যবহার করা ব্যক্তিটির কোন লোকেশনে এগজ্যাক্টলি অবস্থান করছে৷

এভাবে খুব সহজে আপনি আপনার যে কোন নাম্বারের লোকেশন বের করে নিতে পারেন৷  এবং জেনে নিতে পারেন একজ্যাক্টলি আপনার নাম্বার টি ব্যবহার করে সেই ব্যক্তিটি কোথায় রয়েছে৷ তাই আপনার স্মার্টফোনটি যদি চুরি হয়ে যায়৷  তাহলে অপর একটি স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নাম্বার টি দিয়ে দেখে নিতে পারেন আপনার মোবাইল ফোনের লোকেশন৷  ধন্যবাদ৷

Leave a Comment