টিভি বা টেলিভিশন একটি ইলেকট্রনিক ডিভাইস। নানা কারণে এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলির সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি অন্যতম সমস্যার কারণ হচ্ছে সাউন্ড সমস্যা। আজকে আমরা একটি জনপ্রিয় টিভি স্যামসাং টিভির সাউন্ড সমস্যা নিয়ে কথা বলব।
এই আর্টিকেলটি পর্ব পাঠক জানতে পারবেন কিভাবে তিনি স্যামসাং টিভির সাউন্ড সমস্যাগুলি খুব সহজেই সমাধান করে নিতে পারেন। এর জন্য কোন ধরনের মেকানিক্স এর প্রয়োজন পড়বে না। তাই আর দেরি না করে চলুন আর্টিকেলটি পড়া শুরু করি।
টিভি সাউন্ড সমস্যা কি?
সাউন্ড সমস্যা বলতে মূলত বোঝায় ভিডিও দেখা যায় কিন্তু কোন ধরনের অডিও শোনা যায় না। এটাই মূলত সাউন্ড সমস্যা। এ সাউন্ড সমস্যা আপনার ডিভাইসের অভ্যন্তরীণ হতে পারে। আবার আউটডোর এও হতে পারে। অভ্যন্তরীণ বলতে টিভির ভিতরে ইলেকট্রনিক্স ডিভাইস এর সমস্যা কে বুঝায় । আর আউটডোর সমস্যা বলতে স্পিকার সমস্যা কী বোঝায়। চলুন তাহলে জেনে নিন কিভাবে এটির সমাধান করতে পারি।
আরো পড়তে পারেন মোবাইলের স্ক্রিন ফাটলে কীভাবে বাড়িতেই ঠিক করবেন?
স্যামসাং টিভি সাউন্ড সমস্যা কিভাবে ঠিক করবেন?
স্যামসাং টিভির দেখার সময় কোন শব্দ শোনা না গেলে বুঝতে হবে এটার সাউন্ড সমস্যা হয়েছে । আর এই সমস্যা সমাধান করতে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।
সাউন্ড সমস্যা কত ধরনের হতে পারে?
সাউন্ড সমস্যা মূলত তিন ধরনের হতে পারে । প্রথম সমস্যা হচ্ছে আপনার ডিভাইসের ইন্টারনাল সমস্যা । দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ইউএসবি ক্যাবল অথবা আউটপুট কেবল জনিত সমস্যা । এবং সর্বশেষ তৃতীয় সমস্যাটি হচ্ছে স্পিকার সমস্যা।
স্যামসাং টিভি অভ্যন্তরীণ সমস্যা সমাধান-
অভ্যন্তরীণ সমস্যা চেক করার শুরুতে আপনি রিমোট কন্ট্রোল সিস্টেম এর মাধ্যমে ভলিয়্যুমটা বাড়িয়ে দিতে পারেন।
- ভলিউম বাড়াতে টিভি রিমোট কন্ট্রোলে [ভলিউম +] বোতাম টিপুন।
- টিভি রিমোট কন্ট্রোলে [আইটেম] কী টিপুন
- স্মার্ট টাচ রিমোট কন্ট্রোলে [আরও] কী টিপুন
- তারপরে [সমর্থন] বোতাম টিপুন।
- [সেলফ ডায়াগনসিস] বোতাম টিপুন।
- [সাউন্ড টেস্ট] নির্বাচন করুন।
এবার আপনি অটো এডজাস্টমেন্ট ব্যবহার করে সাউন্ড সমস্যার সমাধান নিতে পারেন। এটি ছিলো আপনার ইন্টারনাল সাউন্ড প্রবলেম। এখানে সব সেটিং যদি ঠিক থাকে তাহলে আপনার বুঝতে হবে আপনার স্যামসাং টিভি ডিভাইস এ ইন্টারনাল সমস্যা নেই।
ইউএসবি ক্যাবল অথবা আউটপুট কেবল জনিত সমস্যা-
টেলিভিশন ডিভাইস থেকে সাউন্ড আউটপুট করার জন্য বা ভিডিও টিভি পর্যন্ত আনার জন্য একটি সেট আপ বক্স ব্যবহার করা হয়। এই সেট আপ বক্স এর মাধ্যমে টিভিতে ভিডিও দেখায় এবং অডিও সম্প্রচার করা হয়। টিভি থেকে যে সমস্ত কেবল গুলি সেট আপ বক্স কে সংযোগ করেছে সেগুলো ভালোভাবে লক্ষ্য করুন।
এবং দেখুন কোন প্রকার লুজ কানেকশন রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে কেবল গুলির সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় আবার জড়িয়ে দিন। আশা করি এভাবে আপনার সাউন্ড সমস্যার সমাধান হয়ে যাবে।
স্যামসাং টিভি স্পিকার সমস্যা-
প্রথম এবং দ্বিতীয় সমস্যা দুটি যদি আপনার ডিভাইসের না হয়ে থাকে, তাহলে আপনার তৃতীয় সমস্যাটির দিকে প্রকাশ দিতে হবে৷ আর এই তিন নাম্বার সমস্যাটি হচ্ছে আউট স্পিকার সমস্যা৷ আউট স্পিকার ভালো ভাবে চেক করুন৷ কেবল গুলি সরিয়ে ফেলুন এবং পুনরায় জড়িয়ে দিন৷
যদি কেউ কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটি সমাধান হয়ে যাবে৷ আর যদি স্পিকার এর কোন ধরনের ইলেক্ট্রনিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটিও ভালোভাবে লক্ষ্য করে ছড়িয়ে দিন৷ তাহলে আশা করা যায় আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে৷
এরপরেও যদি আপনার ডিভাইসটি সাউন্ড প্রবলেম থেকেই যায় তাহলে আপনার স্পিকার পরিবর্তন করে দেখতে পারেন৷ কেনরে স্পিকারের কারণেই আপনার সাউন্ড প্রবলেম হয়েছে৷ তাই স্পিকারটি পরিবর্তন করে নতুন স্পিকারের সংযোগ দিন৷ এবার নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে৷
এছাড়া যদি আপনি স্যামসাঙ ব্র্যান্ড এর সাধারণ হার্ডওয়ার পারফরম্যান্স গুলি অনলাইনে চেক করতে চান তাহলে আপনাকে অফিশিয়াল ওয়েব সাইট টি ভিজিট করতে হবে ৷ সেখান থেকে আপনি স্যামসাং টিভি ডিভাইস এর কমন কিছু হার্ডওয়ার প্রবলেম এবং এর সহজ সমাধান দেখতে পারবেন৷ আমাদের আর্টিকেলটি পড়ে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমরা সার্থক৷ আর ওই ধরনের পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন৷