কীভাবে আইফোনে মাইক্রোফোন ঠিক করবেন – কৌশল

আজ আমি শেয়ার করব আপনার নষ্ট হওয়া আইফোনের মাইক্রোফোন কীভাবে ঠিক করবেন। যদি মাইক্রোফোনেকোন সমস্যা থাকে তাহলে আপনি নিজে নিজেই তার সমাধান করতে পারবেন।  নিচে মাইক্রোফোন সঠিকভাবে কাজ না করলে এটি সমাধানের সহজ কৌশল দেখে  নিতে পারেন।

আইফোনের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে তার মধ্যে হল আপনি কল দিয়েছেন, কিন্তু আপনার কথাগুলো শুনতে পাচ্ছে না।অথবা সে কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না এ ধরনের সমস্যা হতে পারে৷  অনেকেই সমস্যার সমাধান করতে না পেরে সার্ভিসিং সেন্টারে যায় এবং তা ছাড়িয়ে নেয়। এই আর্টিকেলটি সম্পন্ন পড়লে আপনি নিজে নিজেই ঘরে বেশি সমস্যার সমাধান করতে পারবেন।

কিভাবে আইফোনে মাইক্রোফোন ঠিক করবেন

আরো দেখুন পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া আইফোন কীভাবে ঠিক করবেন?

আইফোন এর মাইক্রোফোন চেক

সমস্যা সমাধানের প্রথম কাজ হচ্ছে আপনাকে সমস্যাটি নির্বাচন করতে হবে। কেননা সঠিকভাবে সমাধান করার জন্য সমস্যাটি নির্বাচন করা খুবই জরুরী । মাইক্রোফোন সমস্যা সমাধানের জন্য আপনাকে আগে মাইক্রোফোন সেটিং টি নির্বাচন করতে হবে।

এখানে ফোনের অভ্যন্তরীণ সিস্টেম যেমন ভয়েস ক্লিয়ার আছে কিনা তা চেক করতে হবে। এবং বিভিন্ন অ্যাপস এর সাহায্যে আপনি ভয়েস টেস্ট করতে পারবেন। যে আপনার আইফোনের মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে কিনা। নিচে কয়েকটি চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

ভয়েস রেকর্ডিং ব্যবহার করে

ভয়েস রেকর্ডিং এবং প্লেব্যাক সহ মাইক্রোফোন চালু করে পরীক্ষা করতে পারবেন। এটা করার জন্য প্রথমে, আমরা মাইক্রোফোনে আঙুল না রেখেই হোম স্ক্রিনে ভয়েস মেমোতে ট্যাপ করি এবং ওপেন করি।  এরপর লাল বোতাম আইকনে আলতো চাপুন  দিয়ে কথা  বলতে হবে।

কেননা রেকর্ডিংটি হচ্ছে কিনা এটা চেক করার জন্য এই কাজটি করতে হবে। তারপর রেকর্ডিং সম্পূর্ণ হলে আবার আলতো চাপুন। লাল আইকনের পাশে প্লে আইকনে ক্লিক করে রেকর্ডিং চালান। যদি বাজানো শব্দটি পরিষ্কার শোনায়, তাহলে বুঝবেন মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করছে।

ক্যামেরা অ্যাপ এবং ফেসটাইম ব্যবহার করা

আপনার ফোনে ক্যামেরা অ্যাপস চালু করে ভিডিও রেকর্ডিং করুন এবং পরবর্তীতে তা সেভ করে নিন ।  এবার আপনি শুরুতেই সঠিকভাবে আপনার ভয়েস রেকর্ডিং হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করুন।  যদি সঠিকভাবে ভয়েস রেকর্ডিং হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার একাউন্টি  বা মাইক্রোফোন সঠিকভাবে কাজ করছে।

আপনি মাইক্রোফোন পরীক্ষা করার জন্য ফেসটাইম ব্যবহার করে দেখতে পারেন। ভলিউম আপ key প্রেস করার পর যদি  সাউন্ড স্পষ্টভাবে শুনতে না পান, তাহলে আপনার iPhone এর মাইক্রোফোনে সমস্যা  আছে এটা নিশ্চিত।  এভাবে আপনি গান করতে পারেন আপনার মাইক্রোফোন টি কেমন ভালো নাকি খারাপ।

শব্দ বাতিল বন্ধ করুন

যদি আপনার ফোনে ভয়েস রেকর্ডিং স্পষ্ট হয় তাহলে,  বিভিন্ন কথোপকথন  বিশৃঙ্খলা এবং অস্পষ্ট শোনা যায় তাহলে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করে সমস্যা সমাধান  করতে পারবেন।

  • এটি করার জন্য প্রথমেই “Setting” অবসরে চলে যান।
  • তারপরে “General” অপশনে ক্লিক করুন।
  • অতঃপর “Accessibility” নির্বাচন করুন।
  • এরপর নিচের দিকে স্ক্রোল  করে “Noise Remove” অপশনটি নির্বাচন করুন।
  • সবুজ বোতাম চালু থাকলে, এটি বন্ধ করুন। এটি আপনাকে কল করার সময় শব্দ কমাতে সাহায্য করতে পারে।

ধাপগুলো অনুসরণ করে আপনি মাইক্রোফোনটি সঠিকভাবে  নয়েজ  রিমোভ করে নিতে পারবেন।

মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক পরিষ্কার

মোবাইল ফোনের মাইক্রোফোন হেডফোনের জেক নিয়মিত পরিষ্কার করুন। কেননা বিভিন্ন কারণে বাহির থেকে এর ভেতরে ধুলাবালি বা ময়লা যেতে পারে।  তাই প্রতিনিয়তই পরিষ্কার রাখতে হবে যাতে করে নয়েজ প্রবলেম হয়। এটি পরিষ্কারের জন্য আপনাকে অবশ্যই লম্বা লাল পাতলা কাঠি অথবা  নর্মাল কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করতে হবে যাতে আপনার মাইক্রোফোনের কোনো ক্ষতি না হয়।  পরিষ্কারের সময় আপনাকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।

আইফোন মাইক্রোফোন সেটিংস চেক করুন

কিছু কিছু সময় অ্যাপস ব্যবহার করে আপনি আপনার আইফোনের সমস্যার সমাধান করতে পারবেন।  এসিডিটি সেটিং এ সমস্যার কারণে আপনার মাইক্রোফোনটি সমস্যা দেখা দিতে পারে। এটি সমাধান করার জন্য নিম্নোক্ত সেটিং গুলো দেখুন। এইভাবে চেষ্টা করুন: Go to Settings >> Privacy >> Click on Microphone. ক্লিক করুন । এবার মাইক্রোফোনের সেটিং কি ভালোভাবে দেখে নিন এতে কোন সমস্যা আছে কিনা।

আইফোন রিস্টার্ট করুন

মাইক্রোফোন সমস্যা সাধারণভাবে সমাধান না হলে রিস্টার্ট করুন। এতে  করে খুব সহজে আপনার সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে।  এটি করার জন্য আপনাকে আপনার আইফোন এর পাওয়ার বাটন 30 সেকেন্ড সময় পর্যন্ত চেপে ধরে রাখতে হবে। এরপর আপনার সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে।

এখান থেকে রিস্টার্ট বা  রিবুট  অপশনে ক্লিক করুন।  তাহলে এবার দেখতে পারবেন আপনার স্মার্টফোনটি অটোমেটিকলি  অফ হয়ে যাবে।  আবার অটোমেটিক্যালি অন হয়ে যাবে।  এবং পুনরায় সবকিছু আবার শুরু হবে। আশা করি এ পদ্ধতিতে আপনার সমস্যাটির সমাধান হয়ে যেতে পারে।

iOS আপডেট করুন

উপরোক্ত কাজগুলো করার পরেও যদি আপনার মাইক্রোফোন 96 সমস্যাটি সমাধান না হয়ে থাকে তাহলে আপনি নিচের এই ধাপটি অনুসরণ করতে পারেন।  এটি আইফোনের নিয়মিত iOS আপডেট   ভার্শন  যা আপনাকে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে করে নিতে হবে। iOS আপডেট না করলে আপনি স্মার্টফোনটি রিলিজ হওয়ার সময় যে ভার্সনটি ছিল সেই ভার্সনেই অবস্থান করবেন।

আর যদি আপনি এটিকে আপডেট করেন তাহলে সম্পূর্ণ নতুন ভার্সন আপনার মোবাইল ফোনটি চালু হয়ে যাবে।  আপডেট করার জন্য প্রথমে আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে। তারপর Go to Settings >> Google >> Update Verson >> Install Now আইফোন সিস্টেম আপডেট পেতে শুধু সফ্টওয়্যার আপডেট উইন্ডোতে “ইনস্টল করুন” এ ক্লিক করুন। তাহলে অটোমেটিকালি সমস্ত ভার্শন আপনার মোবাইল ফোনে ইন্সটল হয়ে যাবে।

 আশা করি আপনি আপনার সমস্যাটির সমাধান পেয়েছেন।  এই ধরনের ট্রিক রিলেটেড আরো কনটেন্ট  পেতে প্রতিনিয়ত  আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ।

Leave a Comment