LCD TV কি কি সমস্যা এবং সমাধান করবেন কিভাবে?

আজ আমরা একটি স্বনামধন্য টিভি কোম্পানি LCD TV  এর কি কি সমস্যা  হতে পারে এবং এর  ঘরে বসে সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। এলসিডি টিভি  আমাদের জীবনে একটি খুব সাধারণ গৃহস্থালী সরঞ্জাম হয়ে উঠেছে। কেননা প্রত্যেকটি ঘরেই এটি দেখা যায়।

এটি একটি বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। আর এই টিভির যে কোন রকম সমস্যা হলে তা সহজ সমাধান কিভাবে করা যায় তা নিয়ে অনেকেই খুঁজে থাকেন। এই বিষয়বস্তু থেকেই আজকের এই আর্টিকেলটি লেখা।

অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে LCD TV  কোনও শব্দ না হওয়া, বা চিত্রের সমস্যা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তাহলে কীভাবে আমাদের এই সমস্যাগুলি  সমাধান করা উচিত?  নিম্নে তা আলোচনা  করা হলো।

এখানে দেখুন – Smart Hisense টিভির সমস্যা সমাধান করবেন কিভাবে?

এলসিডি টিভি সমস্যা-

  • পাওয়ার  বাটন সমস্যা
  • ব্ল্যাক স্ক্রিন সমস্যা
  • কালার এডজাস্টমেন্ট সমস্যা
  • নেটওয়ার্ক সমস্যা
  • সাউন্ড সমস্যা
  • হুয়াপিং সমস্যা

পাওয়ার  বাটন সমস্যা-

 ইলেকট্রিক  ভোল্ট  এর আপডাউন জনিত সমস্যার কারণে এলইডি টিভির পাওয়ার বাটন সমস্যা হয়ে থাকে।   এটি সমাধান করার জন্য ইলেকট্রিক বোর্ড এডজাস্টমেন্ট করা দরকার।  ইলেকট্রিক ভোল্টেজ যখন সমভাবে সম্পাদন হবে তখন আর বাটন সমস্যাটি সমাধান হয়ে যাবে।  এছাড়া পাওয়ার বাটন বীর্য দিয়ে নষ্ট হয়ে যায় তাহলে এটি পরিবর্তন করে নিতে হবে।

ব্ল্যাক স্ক্রিন সমস্যা-

 কালো পর্দা  সমস্যা মূলত ভিডিও দেখতে না পারা সমস্যা। এটি সমাধান করতে এলইডি টিভি মেনুবার থেকে সেটিং অপশন টি ওপেন করতে হবে। সেটিং অপশন থেকে ডিসপ্লে সেটিং অপশন এনাবল করে দিতে হবে। তাহলে ব্লাক স্ক্রীন সমস্যাটি দেখা যাবে।  এবং এখানে অটো এডজাস্টমেন্ট অপশনটি চালু করে দিলেই কালো পর্দার সমস্যাটি সমাধান হয়ে যাবে।

কালার এডজাস্টমেন্ট সমস্যা-

কালার এডজাস্টমেন্ট করার জন্য মেনুবার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং থেকে ডিসপ্লে সেটিংস অপশনটি ক্লিক করতে হবে। তারপর ব্রাইটনেস সেটিং অপশন টি ওপেন করতে হবে। ব্রাইটনেস অটো এডজাস্টমেন্ট ফাংশনটি ব্যবহার করলেই কালার সমস্যার সমাধান হবে।

নেটওয়ার্ক সমস্যা-

নেটওয়ার্ক সমস্যা বলতে বোঝায়  ইন্টারনেট এবং টিভি ডিভাইস কে কানেক্ট করা। এছাড়াও সেটআপ বক্স এবং টিভির নেটওয়ার্কিং সিস্টেম কি সংযুক্ত করা ও নেটওয়ার্কের আওতায়।  নেটওয়ার্ক সমস্যা দেখা দিলে নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত সকলকে বিচ্ছিন্ন করে পুনরায় সংযোগ দিতে হবে।  আশা করা যায় তাহলে নেটওয়ার্কের সমস্যা কি সমাধান হয়ে যাবে।

সাউন্ড সমস্যা-

সাউন্ড সমস্যা দুই ধরনের হয়ে থাকে  একটি হচ্ছে ইন্টার্নাল অর্থাৎ টিভিএস এর ভেতরের সাউন্ড এর সাথে জড়িত ডিভাইসগুলির কোন ধরনের সমস্যা।  অন্যটি হচ্ছে আউটপুট স্পিকার এর সমস্যা।  অভ্যন্তরিন সমস্যার সমাধান করার জন্য রিমোট কন্ট্রোল এর ভলিউম প্লাস কিটি চেপে ধরে রাখতে হবে।

তাহলে অভ্যন্তরীণ সাউন্ড বাড়তে থাকবে।  আউটপুট স্পিকার জনিত সমস্যার সমাধানের জন্য টিভি এবং স্পিকার এর সাথে সংযোগকারী কেবল গুলি ভালোভাবে লাগাতে হবে।  এবং স্পিকারের যদি ইলেকট্রনিক্স প্রবলেম থেকে থাকে তাহলে এটি পরিবর্তন করতে হবে। তাহলে সাউন্ড সমস্যার সমাধান হয়ে যাবে।

হুয়াপিং সমস্যা-

Huaping এর মানে হল যে টিভি স্ক্রীন এখনও ছবি এবং শব্দ প্রদর্শন করবে, কিন্তু ছবিগুলি সম্পূর্ণ নয়, এবং হঠাৎ রঙ ব্লক এবং অন্যান্য ঘটনা ঘটবে, যা মানুষের পক্ষে সাধারণভাবে টিভি দেখা অসম্ভব করে তুলবে।  আর এই সমস্যা সমাধানের জন্য আপনাকে, মাদারবোর্ডের তিন রঙের সংকেত লাইনের প্রধান চিপ অংশে আউটপুট হচ্ছে কিনা এবং শর্ট সার্কিট আছে কিনা তা পরীক্ষা করা উচিত। মাদারবোর্ডের সংযোগ অংশে স্ক্রিনে সিগন্যাল আউটপুট এ কোন ধরনের সমস্যা দেখা দিলে একটা যেকোন ধরনের টিভি মেকানিক্স থেকে সমাধান করে নিতে হবে। তাহলেই হুইপিং সমস্যার সমাধান হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ এতক্ষন আমাদের সাথে এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনার টিভির যদি আরো অন্য কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই সম্পর্কে ব্লগ তৈরি করে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ

Leave a Comment