আজ আমরা, এই আর্টিকেলটির মাঝে আলোচনা করব কিভাবে মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করার উপায়।একটি অপরিচিত মোবাইল নাম্বার দিয়ে আপনাকে বিরক্ত করছে অথবা অপরিচিত নাম্বারে ফোন দিয়ে উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করছে তার পরিচয় খুজে পেতে চান। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আননোন নাম্বার বা হোয়াটস অপরিচিত মোবাইল নাম্বার কোন ব্যক্তির তার পরিচিতি খুঁজে বের করতে সাহায্য করবো।
অনেক সময় আপনার পরিচিত বা অপরিচিত নাম্বার থেকে কল আসে, কিন্তু অনেক নাম্বার থেকে কল আসে যার পরিচয় আপনি জানেন না। তাই আপনি অপরিচিত নাম্বার কে কল করেছে তা জানতে চান। তাহলে অবশ্যই আমাদের সম্পন্ন করতে হবে। তাহলে জানতে পারবেনমোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করার উপায়।
মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করার উপায়।
আসুন জেনে নেওয়া যাক অপরিচিত নাম্বারে কল আসলে কিভাবে তার পরিচয় জানতে পারবেন। প্রথমত, অ্যাপস এর মাধ্যমে পরিচয় বের করতে পারবেন। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে পরিচয় বের করতে পারবেন এবং তৃতীয়ত, পুলিশের সাহায্যের মাধ্যমে তার পরিচয় বের করতে পারবেন।
মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কিভাবে পরিচয় বের করবেন?
আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপস ইন্সটল করতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে Truecaller। আপনার মোবাইলে যখন Truecaller অ্যাপস ইনস্টল করবেন এবং তার সেটিং করে নিবেন কোন নাম্বার থেকে কল আসলো এবং তার নাম কি এবং পরিচয় এই অ্যাপস আপনাকে বের করতে সহায়তা করবে। সে কার্যকরী একটি অ্যাপস এর নাম হচ্ছে Truecaller।
Truecaller কোথায় এবং কিভাবে পাবেন? অ্যাপসটি পেতে হলে আপনাকে গুগলে সার্চ করে আনতে হবে। গুগলে সার্চ করার পরে বিভিন্ন ধরনের অ্যাপস ওয়েবসাইট থাকবে, সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করতে হবে। অথবা গুগলের প্লে স্টোরে গিয়ে আপনি Truecaller সার্চ করলে একটি অ্যাপস পাবেন সেই, অ্যাপস ইন্সটল করে আপনার কার্যসম্পাদন করতে পারবেন।
Truecaller অ্যাপ কীভাবে কাজ করে?
অ্যাপ Truecaller মূলত কাজ করে ক্রাউড সোর্সিং এর মাধ্যমে। ক্রাউডসোর্সিং অ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশাল গ্রুপের নিকট থেকে ডেটা সংগ্রহ করে আপনার কাছে দেয়। শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি মানুষ পরাই সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করে। আপনাকে যে নাম্বার থেকে কল দিয়েছে সে নাম্বারটা অবশ্যই কোন না কোন সোশ্যাল একাউন্টে ব্যবহার করা হয়েছে। আর Truecaller অ্যাপস আপনাকে সেই তথ্য আপনার কাছে পৌঁছে দিবে।
আপনার মোবাইলে ট্রু কলার অ্যাপসটি ইন্সটল করার পর। আপনার ফোনে যতগুলো নাম্বার থাকে সেই নাম্বারে নামগুলো সেভ করার যাবতীয় হিস্টোরি ট্রু কলার অ্যাপস এর সার্ভারে চলে যায়। এরকম ভাবে truecaller অ্যাপ্সে ৮৮ মিলিয়নের মত ইনস্টল হয়েছে এই অ্যাপসটি এবং এই ৮৮ মিলিয়নের যতগুলো ফোন নাম্বার আছে সব মিলিয়ে তাদের কাছে সকল তথ্য গচ্ছিত আছে।
সাথে সাথে আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ আছে এবং টোটাল ৫০০০ নাম্বারের মতো আপনার ফোন থেকে তথ্য কালেক্ট করে তাদের রাখতে পারে। তাই যতগুলো করার অ্যাপস ব্যবহারকারী তাদের যাবতীয় তথ্য truecaller apps এর কাছে রয়েছে। আপনাকে যাবতীয় তথ্য প্রদান করবে।
স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টের বা কলিং অ্যাপ ব্যবহার করে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা
Whatsapp মাধ্যমে পরিচয় বের করুনঃ সোশ্যাল মিডিয়ায় একাউন্ট ব্যবহার করে আপনি ব্যক্তির তথ্য বের করতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্যক্তির পরিচয় বের করা যায়। যে নাম্বারের পরিচয় বের করতে চান সেই নাম্বারটি আপনার মোবাইলে সেভ করে নিন তারপর হোয়াটসঅ্যাপে যান দেখতে পারবেন তার নামে কোনো whatsapp আইডি খোলা আছে কিনা তার মাধ্যমে আপনার পরিচয় জানতে পারবেন।
Imo মাধ্যমে পরিচয় বের করুনঃ যে নাম্বারে কল আছে তার পরিচয় বের করতে চান সেই নাম্বারটি আপনার ফোনে সেভ করার পর, ইমুতে গেলেই তার পরিচয় দেখতে পারবেন তার ইমু আইডি খোলা আছে কিনা।
Instagram মাধ্যমে পরিচয় বের করুনঃ যেভাবে আপনি ফোন নাম্বার বা পরিচয় দিয়ে বের করেছেন instagram একইভাবে আপনার পরিচয় বের করতে পারবেন।
Twitter মাধ্যমে পরিচয় বের করুনঃ নাম্বারটা সেভ করার মাধ্যমে আপনি তা জানতে পারবেন।
Telegram মাধ্যমে পরিচয় বের করুনঃ অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো instagram একই ধরনের কাজ করে।
পুলিশের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করুন
আপনি যখন সিম কার্ড ক্রাই করেন তখন আপনার পরিচয় পত্র এবং হাতের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। আর সেই হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং যে ভোটার আইডি কার্ড ব্যবহার করেছেন সিম কিনতে তা পুলিশ ব্যবহার করে আর তার পরিচয় বের করতে পারবে। আপনি যখন সিম ক্রয় করেন তখন আপনার যাবতীয় তথ্য এবং পরিচয় পত্র এবং ফিঙ্গারপ্রিন্ট যাবতীয় তথ্য সিম কোম্পানি যাদের ডাটা রয়েছে সংরক্ষণ করে থাকে। আর সেই ডাটাবেজের সহায়তায় বাংলাদেশ পুলিশ আপনার অপরিচিত নাম্বারের যাবতীয় তথ্য বের করতে সক্ষম হবে।
আশাকরি আমাদের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে কিভাবে একটি আননোন নাম্বার বা অপরিচিত নাম্বারের পরিচয় জানতে পারবেন তা জানতে সক্ষম হয়েছেন। যদি আরো কোন তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য মিসিং হয়ে থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আর কিভাবে ব্যবহার করবেন তাতে কোন সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।