স্মার্ট Hisense একটি বিদেশী টিভি কোম্পানি। স্যামসাং টিভি কোম্পানির মত এটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। যতই জনপ্রিয়তা অর্জন করুক না কেন টিভি একটি ইলেকট্রনিক ডিভাইস। যার কারণে এরো সমস্যা যে কোন সময় হতে পারে। এর কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা স্মার্ট টিভি এমন কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব।
Hisense এটি একটি চায়না কোম্পানির তৈরিকৃত স্মার্ট টিভি। আমরা সকলেই এধরনের বিদেশি টিভি গুলো ব্যবহার করে থাকি। কিন্তু আমরা জানি না এ ধরনের টিভি গুলোতে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে এবং কিভাবে তা সমাধান করতে হয়। তাই আজকের ব্লগেও আমরা এই সমস্যা সম্পর্কে আলোচনা করব।
এখানে দেখুন স্যামসাং টিভির সাউন্ড সমস্যা সমাধান করবেন কিভাবে?
Smart Hisense টিভির সমস্যা সমাধান
Smart Hisense টেলিভিশন এর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সাউন্ড সমস্যা, ব্ল্যাক স্ক্রিন সমস্যা, পাওয়ার বাটন সমস্যা, নেটওয়ার্ক সমস্যা।
পাওয়ার বাটন সমস্যা-
পাওয়ার বাটন সমস্যা বলতে বোঝায় টেলিভিশনের ওপেনিং সুইচ কাজ না করা। বিভিন্ন কারণে আপনার টিভি এর পাওয়ার প্রব্লেম দেখা দিতে পারে। যেমন ইলেকট্রিক ভোল্ট এরকম বেশির কারণে সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা থেকে উত্তরণ করতে হলে আপনাকে সেই সুইচ পরিবর্তন করে নিতে হবে।
ব্ল্যাক স্ক্রিন সমস্যা-
কালো পর্দার সমস্যা মূলত সাউন্ড আসে কিন্তু ভিডিও না দেখতে পারার সমস্যা । কিংবা কালার এডজাস্টমেন্ট এর একটি ব্যবহার। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাকে টিভি সেটিং করে নিতে হবে। সেজন্য রিমোট কন্ট্রোল থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর সেখান থেকে ডিসপ্লে সেটিং অপশন টা ওপেন করতে হবে।
এরপর ডিসপ্লে ব্রাইটনেস অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি এডজাস্টমেন্ট অপশন থেকে লাইকি সঠিকভাবে এডজাস্ট করে নিতে পারবেন। আপনি এখান থেকে অটো এডজাস্ট ব্যবহার করলে খুব সহজে অটোমেটিক্যালি ব্রাইটনেস এডজাস্টমেন্ট করে নিবে।
নেটওয়ার্ক সমস্যা-
নেটওয়ার্ক সমস্যা বলতে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে টিভি সংযোগ করা কে বোঝায়। এছাড়াও নেটওয়ার্ক এর মাধ্যমে টিভি এবং সেটআপ বক্স সংযোগ দেয়া হয়। টিভির অভ্যন্তরীণ নেটওয়ার্ক ডিভাইস গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোন সমস্যা রয়েছে কিনা নির্বাচন করতে। যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটি সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এছাড়া আপনি নেটওয়ার্ক ক্যাবল গুলি পরিবর্তন করে নিতে পারেন। তাহলে আপনার সমস্যা সমাধান হবে। যদি আপনার নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে এটি সমাধান করার জন্য নেটওয়ার্ক ক্যাবল পরিবর্তন করতে হবে। কিংবা আপনার হাই কোয়ালিটি ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে। তাহলে খুব সহজে এই সমস্যা থেকে উত্তরণ পাবেন।
সাউন্ড সমস্যা-
সাউন্ড সমস্যা দুই ধরনের হয়ে থাকে অভ্যন্তরীণ এবং আউটপুট জনিত সমস্যা।
টিভি অভ্যন্তরীণ সাউন্ড সমস্যা
অভ্যন্তরীণ সমস্যা হলে রিমোট কন্ট্রোল সিস্টেম ভলিউম প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। তাহলে ভোলিয়াম টি অভ্যন্তরীণ সেটিং থেকে হাই হয়ে যাবে। এরপর আউটপুট ডিভাইস গুলির ভলিউম চেক করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে।
টিভি আউটপুট সাউন্ড সমস্যা
টেলিভিশনের সাউন্ড সমস্যা আউটপুট ডিভাইস জনিত সমস্যা । এক্ষেত্রে আপনার আউটপুট ডিভাইস যেমন স্পিকার ভালোভাবে চেক করে নিতে হবে। এতে কোন সমস্যা রয়েছে কিনা। টিভি এবং আউটপুট ডিভাইস কে সংযোগকারী কেবল গুলো পরিবর্তন করে নিতে হবে। এছাড়া যদি স্পিকারের সমস্যা হয়ে থাকে তাহলে এটি পরিবর্তন করে নিতে হবে।
এভাবেই মূলত স্মার্ট টিভি গুলোর সাউন্ড সমস্যা সমাধান করা হয়ে থাকে। এছাড়া আপনার টিভির যদি কারো কোন সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীতে এর সমাধান দেওয়ার চেষ্টা করব।