একটি ফ্রিজ হয়ে যাওয়া ফোন কিভাবে ঠিক করবেন – সম্পূর্ণ সমাধান

একটি ফ্রিজ যাওয়া মোবাইল ফোন বিভিন্ন কারণে পুনরায় আগের মত করা যায়।  তবে আজকে আমরা ফ্রিজ হয়ে যাওয়া মোবাইল ফোন  ঠিক করার তিনটি পদ্ধতি সম্পর্কে জানব।  অ্যান্ড্রয়েড এবং আইফোন সম্পূর্ণ তোকে আলাদা মাধ্যমে সমাধান করতে হয়। এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এন্ড্রয়েড ভার্সন এর একটি  ফ্রিজ হয়ে যাওয়া মোবাইল ফোন খুব সহজেই ঘরে বসে সমাধান করা যায়।

তাই সহজভাবে সমাধান করার পদ্ধতি জানতে হলে নিচের সম্পূর্ণ আর্টিকেলটি আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে ।  তাহলে আপনি ঘরে বসেই সমাধান করে নিতে পারবেন আপনার  ফ্রিজ হয়ে যাওয়া এন্ড্রয়েড ভার্সন এর যেকোনো মডেল এর স্মার্ট ফোন।

যেভাবে সমাধান করব ফ্রিজ হয়ে যাওয়ায় স্মার্ট ফোন

  • স্মার্টফোন চার্জ দেওয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
  • মোবাইল ফোন রিস্টার্ট দেওয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
  •  রিস্টার্ট দিয়ে যদি কাজ না করে তবে ডাটা ফ্যাক্টরি রিসেট দিতে হবে।

১. স্মার্টফোন চার্জ দেওয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে

কোন কারণে যদি আপনার মোবাইল ফোনের চার্জার যদি শূন্য হয়ে যায় তবে, আপনার মোবাইল ফোন ফ্রিজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে মোবাইল ফোনকে চার্জ প্লাগিন করা।  ফোনটি চার্জে দেওয়ার পর কয়েক মিনিটে কমপক্ষে রাখতে হবে।  তাৎক্ষণিকভাবে যদি আপনার চার্জার দিয়ে মোবাইল ফোনটি চালু না হয় তাহলে আপনি অন্য একটি চার্জার দিয়ে প্লাগিন করে দেখতে পারেন।

এতে করে বোঝা যাবে যে আপনার চার্জার এর সমস্যা আছে কিনা। যদি থাকে তবে এটি অন্য চার্জার দিয়ে চার্জ করুন।  এছাড়াও আপনি কম্পিউটার ডিভাইস ইউএসবি পোর্টের মাধ্যমে মোবাইল ফোন রিচার্জ করতে পারেন। এতে করে আপনার মোবাইল   ফোন যদি  চার্জ শূন্য হওয়ার কারণে ফ্রিজ হয়ে থাকে তাহলে এটি সমাধান হয়ে যাবে।  এবং মোবাইল ফোনটি পুনরায় ওপেন হয়ে যাবে।

 ২. ফ্রিজ যাওয়া অ্যাপটি বন্ধ করা

যদি কোন একটি নির্দিষ্ট অ্যাপ  ফ্রিজ হয়ে যায়  তবে নির্দিষ্ট অ্যাপস থেকে ইন্ডিকেট করে দিতে হবে।  এবং সেই অ্যাপস থেকে মুছে ফেললে আপনার স্মার্টফোনটি ঠিক মত কাজ করবে । কিভাবে ফ্রিজ হাওয়া অ্যাপটি বন্ধ করবেন?

  • প্রথমে আপনার মোবাইল ফোনের  ডিসপ্লে অ্যাপ লিস্টে চলে যাবেন। সেখান থেকে সে নির্দিষ্ট  অ্যাপস নির্বাচন করুন।
  • অ্যাপসটির ওপরে আপনার ফিঙ্গার দিয়ে চেপে ধরে রাখুন । তাহলে একটি ডায়ালগ বক্স ওপেন হবে।  সেখান থেকেই অ্যাপ্লিকেশন ডিটেইলস অপশনটিতে ক্লিক করুন।
  • এটি যদি কাজ না করে তবে আপনি সেটিং থেকে অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন। এজন্য “Setting” অপশনে ক্লিক করুন।
  • নিচের দিকে  স্ক্রল করে “Apps or Application” অপশনটি নির্বাচন করুন।
  • এরপর সেই ফ্রিজ হয়ে যাওয়া অ্যাপস সিলেক্ট করুন এবং ” Force Stop” ক্লিক করুন।
  • অথবা অ্যাপসটির  ডাটা ডিলিট করে দিন এবং কনফার্ম বাটনে ক্লিক করে দিন।

এভাবে আপনার পিছনে অ্যাপসটি ডিলিট করার মাধ্যমে আপনার মোবাইল ফোনটি সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপরেও যদি সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে, নিচের ধাপ গুলি অনুসরণ করতে পারেন।

৩. মোবাইল ফোন রিস্টার্ট দেওয়ার মাধ্যমে সমাধান

 আপনার স্মার্টফোনটি রিস্টার্ট দেওয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে। রিস্টার দিতে হলে শুরুতে আপনাকে স্মার্টফোনের পাওয়ার বাটন 30 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে।  তারপর একটি ডায়ালগ বক্স থেকে “Restart or Reboot” অপশনটি নির্বাচন করে দিতে হবে।

এই অপশনটি নির্বাচন করার সাথে সাথে আপনার স্মার্টফোনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার নির্দিষ্ট একটি সময়ে পর অটোমেটিক্যালি স্মার্টফোনটি রান করবে। এবং তারপর আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে।

৪. হার্ড রিসেট বা ডাটা ফ্যাক্টরি রিসেট

হার্ড রিসেট বা ডাটা ফ্যাক্টরি রিসেট বলতে সমস্ত ধরনের ডাটা ক্লিয়ার কী বোঝায়। হাট রিসিটের মাধ্যমে সকল ধরনের ফ্রিজ হওয়া ডুকুমেন্ট বা এপ্লিকেশন নতুন করে চালু করা যায় । হার্ড রিসেট এর মাধ্যমে সকল ধরনের  ইন্টার্নাল ডাটা  ডিলিট হয়ে যায়। তাই ডাটাগুলোকে পুনরুদ্ধার করতে চাইলে ব্যাকআপ রাখা প্রয়োজন।

  • হার্ড রিসেট করার জন্যে ফাস্ট আপনাকে “Setting” আইকন এ ক্লিক করতে হবে
  • স্ক্রোল করে নিচে আসতে হবে। এবং “factory data reset” ক্লিক করুন।
  • অথবা কোনো কোন ফোন সিস্টেম অপসন এ হার্ড রিসেট অপসন থাকে। “System” ক্লিক করুন।
  • এরপর “Reset Option” অপশন এ ক্লিক করুন
  • এখন “Erase all data ( Factory reset)” অপশন এ ক্লিক করুন

এখন আপনার স্মার্টফোন অটোমেটিক্যালি রিসেট হওয়া শুরু হবে এবং যখন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তখন অটোমেটিক ফোনের সিস্টেম গুলি রান করবে এবং মোবাইল চালু হয়ে যাবেপ্রতিনিয়ত এমন ট্রিকস পেতে আমাদের ওয়েবসাইট টি ফলো করতে পারেন। ধন্যবাদ।

Leave a Comment