কীভাবে একটি ভাঙা জিপার ঠিক করবেন? এ প্রশ্নটি অনেক মানুষ করে থাকেন।কিন্তু এর সঠিক সমাধান কেউ দিতে পারেন না। আজকে এই আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে ঘরে বসে খুব সহজে একটি নষ্ট জিপার কে আপনি সারিয়ে তুলতে পারবেন। জিপার প্রায় প্রতিটি পোশাকেই জিপার ব্যবহার করা হয়।
বিভিন্ন প্রকার শার্ট, টি-শার্ট, থ্রি পিস বা প্যান্টের জিপার থাকে। আর এই সমস্যা সকলের হয়ে থাকে। অনেক সময় প্লাস্টিক জাতীয় বিভিন্ন ধরনের জিপার ব্যবহার করা হয়ে থাকে আপনার পোশাকে। বিভিন্ন কারণে জিপার নষ্ট হয়ে যায়। নিম্ন লিখিত পরামর্শ গুলো জানলে আপনি ঘরে বসেই আপনার জিপার ঠিক করে নিতে পারবেন।
কিভাবে একটি ভাঙা জিপার ঠিক করবেন এবং সহজ কৌশল
অনেকসময় চাইবার ব্যবহার করতে করতে দেখা যায় দুটি জিপার দুই দিকে চলে গেছে। তখন শক্ত কোন কিছু দিয়ে দুইটি কে একত্রে করে হালকা একটু চাপ দিলেই জিপার এর সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটি সম্ভব হয়ে ওঠেনা। তখন আপনি কি করবেন? জানতে চাইলে নিচের আর্টিকেলটি পড়ুন।
এখানে দেখুন- মোবাইল স্ক্রীনের ত্রুটিপূর্ণ পিক্সেল কীভাবে ঠিক করবেন?
জিপার দাঁতের অব্যবস্থাপনা
জিপার দাঁত স্থানচ্যুত হলে, তাদের সারিবদ্ধ করতে ভুলবেন না। আপনার পোশাকটি পরিধান করতে যদি একটি জিপার সাইডে চলে যায় তাহলে শক্ত কোন কিছু দিয়ে সঠিক জায়গায় প্রতিস্থাপন করতে সক্ষম হলে আর সমস্যা হবে না।সঠিকভাবে প্রতিস্থাপন করতে না পারলে সমস্যাটি সমাধান হবে না। আর এটা কোন প্রকার স্থায়ী সমাধান হতে পারে না। তাই এর স্থায়ী সমাধান পেতে চাইলে নিচের স্টেপগুলো ফলো করুন।
১। প্রথমে জিপারের উপরের দাঁতটি মুছে ফেলুন, উভয় দিক অবশ্যই মুছে ফেলতে হবে।
২। জিপারের লকটি উপরে টানুন।
৩। তারপর উভয় পাশের দাঁত একত্রিত করুন।
৪। জিপারের মুখ যদি পুরু হয়ে থাকে তাহলে যেকোনো হাতলের সাহায্যে একটি সমাধান করুন। অবশ্যই মনে রাখবেন, মাঝখানে কাটবেন না। কাটা গুলি সমানভাবে দুই দিকে করে নিন।
৫। জিপার লক লাগানোর পরে বড় দাঁত লাগান দেখুন সবকিছু ঠিক আছে কিনা।
এরপর পেছনের দিকে টানুন। এছাড়াও, জিপার সেলাই করার সময় ভালো ভাবে খেয়াল করবেন যাতে জিপার এর ধাপ গুলি সেলাই এর ভিতরে না প্রবেশ করে।
অন্যান্য জিপার সমস্যা সমাধান
প্রতিটি জিপার একই ভাবে সমাধান করা হয়। তাই এভাবে আপনি প্রতিটি জীবনের সঠিক ভাবে সমাধান করে নিতে পারবেন। শুধু একটু বুদ্ধি খাটালেই আপনি ঘরে বসে সমাধানটি করে নিতে পারবেন। এইজন্য আপনাকে বেশি কিছু টুলস এর প্রয়োজন নেই। হাতের কাছে সামান্য পরিমাণ টুলস দিয়েই এই সমস্যার সমাধান হয়ে যায়।
কিভাবে একটি জিপার ভালো রাখা যায়-
একটি জিপার নষ্ট হওয়ার যেমন বিভিন্ন রকম কারণ রয়েছে ঠিক তেমনি একটি জিপার ভালো রাখার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো ফলো করলে আপনার জীবনে আপনি প্রতিদিন ভালো রাখতে পারবেন। একটি জীবন নষ্ট হয়ে গেলেই আপনার পোশাকটি ধরা চলে নষ্ট হয়ে যায়। কেননা জিপার ছাড়াও পোশাকটিকে পরিধান করতে বেমানান লাগে। তাই জীবনকে বেশি দিন ভালো রাখতে চাইলে আপনাকে কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। নিচে সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো-
- জিপারের লাইনগুলোতে কোন প্রকার সুতা আটকে আছে কিনা তা দেখা।
- জিপার কে সবসময় পরিষ্কার রাখা।
- জিপার ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করা। যেমন ধীরে ধীরে জিপার খোলা বা লাগানো।
- কিছুদিন পরপর দুইটি জিপার একত্রে করে তেলজাতীয় তরল পদার্থ দেওয়া।
এভাবে আপনি আপনার জীবনের থেকে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন। আমাদের ট্রিক্সটি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে পরবর্তীতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কারণ এই ধরনের ট্রিক রিলেটেড কন্টেন্টগুলি আমরা পাবলিশ করে থাকি।