প্রিমিটেক গ্রুপ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রিমিটেক গ্রুপ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। এটাই সাম্প্রতিক সময় প্রকাশ হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের ড্রাইভিং প্রশিক্ষণ রয়েছে তারাই চাকরির আবেদন করতে পারে। কিভাবে আবেদন করতে হবে? এই আবেদনের যোগ্যতা কি কি? নিচে সমস্ত তথ্য দেওয়া হলো-

প্রিমিটেক গ্রুপ ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির সারসংক্ষেপ

  • খালি পদ: 
  • বয়স: ৩৫ থেকে ৪৫ বছর
  • কর্মস্হল: ঢাকা (গুলশান)
  • বেতন: টাকা. ২২০০০ (মাসিক)
  • অভিজ্ঞতা: সর্বনিম্ন ১০ বছর
  • প্রকাশ তারিখ: ৮ জানুয়ারী ২০২৪
অ্যাপ্লিকেন্টদের ভিডিও সিভি সাবমিট করতে উৎসাহিত করা হচ্ছে।

প্রয়োজনীয় বিষয়সমূহ

শিক্ষাগত যোগ্যতা
  • প্রার্থীকে এস.এস.সি. বা সমমান এর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ১০ বছর
অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ
  • বয়স ৩৫ থেকে ৪৫ বছর
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং পূর্বের কর্মস্থলের তথ্য লাগবে । সর্বনিম্ন ১০ বছর যেকোন গ্রুপ অব কোম্পানীর অথবা ব্যক্তিগত গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সময়নিষ্ঠ, ভালো আচরণ এবং সুসজ্জিত হতে হবে । জাতীয় পরিচয় পত্র, ছবিসহ বিস্তারিত বায়োডাটা পাঠাতে হবে। পূর্বের মালিকদের ফোন নাম্বারও দিতে হবে। ডোপ টেস্ট উত্তীর্ণ হতে হবে।

চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট

প্রিমিটেক গ্রুপ বাংলাদেশের একটি বিখ্যাত রপ্তানিমুখী গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এর নিয়মিত কাজের জন্য এক জন সৎ, পরিশ্রমী, ও উদ্যোমী এবং দক্ষ ও অভিজ্ঞ গাড়ীচালক আবশ্যক। উল্লেখিত পদে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

  • প্রতিদিন নির্ধারিত সময় উপস্থিত হয়ে দায়িত্ব প্রাপ্ত গাড়ীর পরিস্কার পরিচ্ছন্নতা, রক্ষনাবেক্ষন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাদি যেমন: রেডিয়েটর কুলেন্ট, চাকার প্রেসার, ব্রেক সিস্টেম, লুব্রিকেন্ট, ব্রেক, লাইট, জ্বালানী সহ অন্যান্য যন্ত্রাংশ চেক করা ।
  • সতর্কতার সহিত গাড়ী চালানো এবং প্রতিদিন গাড়ী ধৌত করা ।
  • গাড়ী চালানোর সময় ট্রাফিক নিয়মকানুন সহ সকল প্রচলিত আইন মেনে চলা ।
  • গাড়ীতে সর্বদা ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষন করা । গাড়ীর সকল কাগজ হালনাগাদ রাখা । কোন ডকুমেন্ট এর মেয়াদ শেষ হওয়ার নুন্যতম ০১ মাস আগে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা ।
  • ঢাকায় পাজেরো/প্রাডো/ভিএইট/BMW/অডি/মার্সিডিজ বেঞ্জ/রেঞ্জ রোভার এবং অন্যান্য গাড়ি চালানোর অভিজ্ঞতা (ঢাকা শহরের বিভিন্ন স্থান, রাস্তা-ঘাট, মহল্লা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে)।
  • কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোন কাজ।

কম্পেন্সেশন এবং অন্যান্য সুবিধাসমূহ

  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
  • সাপ্তাহিক ছুটি একদিন, দুইটা বার্ষিক বোনাস (মোট বেতনের সমমূল্য), খাওয়া – ৫০০০ মাসিক, বাসা ভাড়া – ৩০০০ মাসিক

চাকরির ধরন

ফুল টাইম

জেন্ডার

শুধুমাত্র পুরুষ

কর্মস্হল

ঢাকা (গুলশান)

ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন

রিজিউমি পাঠানোর উপায়

প্রিমিটেক গ্রুপ

কর্পোরেট: স্টার গার্ডেন, হাউস # এস.ই (সি) ২বী, লেভেল # ০২, রোড # ১৩৮ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশ

অনলাইন আবেদন এখানে

শেষ কথা

উপরে ড্রাইভার নিয়োগ সম্পর্কে সকল ধরনের তথ্য প্রদান করা হয়েছে। যেকোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো আপডেট জানতে আমাদের সাইট ভিজিট করতে পারেন। কেননা এখানে প্রতিনিয়ত সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Leave a Comment